LearningHomebd.Com

Converting Method of English to Bangla Year | ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার কৌশল

ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার কৌশল
ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল।
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে।

এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়।

যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর ১ বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন।

# কোডটি_হলঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫

উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে।

এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন থাকে ১৩০৬। অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী নজরুলের জম্ম সাল।

এবার ২৫ মে থেকে বাংলা মাস বের করুন।

আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪ মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ

তারপর আছে ৫ মানে ১৫ মে

অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ।

তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ১৩০৬ বাংলা কাজী নজরুলের জম্ম সাল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url